আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আদালত চত্ত্বরে দুর্বৃত্তদের হামলা

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মুজিবুল হক নামে এক আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করে দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা।
এ হামলার সময় নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও হামলা চালানো হয়। ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করে প্রকাশ্যে এই ঘটনা ঘটালেও হামলাকারী ও ইন্দন দাতাদের পরিচয় নিয়ে মুখ খুলছেন না আইনজীবীরা।
তবে আইনজীবীদের অভিযোগ আগামী, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। এদিকে এঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এমজে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)