এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের মাঝে কম্বল কম্বল বিতরণের আয়োজন করা হয়। আজ সোমবার সকালে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস পাড়ায় এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

কম্বল বিতরণের সময় বীর মুক্তিযোদ্ধা আনসারুল হক বলেন মেহেরপুর জেলা প্রশাসককের সহযোগিতায় জেলা পরিষদের পক্ষ থেকে ১০০টি মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের মাঝে এই কম্বল বিতরণ করছি।

এ সময় তিনি আরো বলেন, ইতিপূর্বে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য জেলা প্রশাসন ১০৯টি কম্বল দিয়েছিল সেগুলো আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের মাঝে বিতরণ করেছি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, জামি উদ্দিন, শ্রী গুরুদাস হালদার, সিরাজুল ইসলাম, মাহাতাব আলি, বিল্লাল হোসেন, খোদা বাকস সহ আরো অনেক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আকবর আলী বলেন, কম্বল পেয়ে আমি খুব খুশি যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি খুবই আনন্দিত।

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঝাউবাড়িয়া গ্রামের সাহারন নেছা বলেন, আমরা গরিব মানুষ আমাদের জমি জায়গা তেমন নাই তবে আজকে যে কম্বলটা দিছে সেই কম্বলটা পেয়ে আমি খুব খুশি। যারা এই কম্বলের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)