ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজেদুল ইসলাম ইশা।

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকূপা থানা ওসি মাসুম খান। তিনি জানান, গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন নিহত হানেফের ভাই ।

ওসি আরও জানান, ঘটনার পরদিন অর্থাৎ শনিবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর সন্ধ্যার দিকে মরদেহ তিনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

ট্রিপল মার্ডারে নিহত তিনজন হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডার হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু (২৮)।

(এসই/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)