সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় মোতালেব শিকদার (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকালে শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের খাল থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব শিকদার খোন্তাকাটা গ্রামের ইউছুব শিকদরের ছেলে। তার দুই স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে।

শরণখোলা থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল আজিজ জানান, নিহত মোতালেব শিকদারের দুই স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে। তিনি দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগমের সাথে গ্রামের বড়িতে বসবাস করতেন। তবে দ্বিতীয় স্ত্রী শনিবার দিবাগত রাতে চরমোনাই পীর সাহেবের মহফিলে গিয়েছিল বলে দাবি করেছেন। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)