আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার দিবাগত রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ধর্ষণ, শ্লীলতাহানি এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি রেখে ধর্ষকদের গ্রেপ্তারপূর্বক আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নীরব ভূমিকা থেকে বেরিয়ে এসে কঠোর হওয়ার আহবান করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)