শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এর জয়রামপুর গ্রামে বট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে লিচু বাগানের বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত শিশু ইব্রাহিম (৯) সোনারগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড জয়রামপুর গ্রামের বাসিন্দা মহব্বত মিয়ার ছেলে। শিশুটি শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার রাতে নিহতের বাবা সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

ইব্রাহিমের পিতা মহব্বত জানান, আমরা ইব্রাহিমকে অনেক খুঁজাখুঁজির পর শুক্রবার আনুমানিক রাত ১১ টায় স্কুলের পিছনে বালুর মাঠে নিস্তেজ দেহ পরে থাকতে দেখি। ইব্রাহিমের পিতা মহব্বতের আর্তনাদ "ভাই আমার ছেলেকে কারা যেন মাইরা ফালাইয়া রাখছে"।

স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং রাত ১২ টায় লাশ সোনারগাঁ থানায় নিয়ে আসা হয়। পরে লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)