গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ড্রাইভার ও সুপারভাইজার নিহত হয়েছে।

শনিবার সকাল দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার আরিফ হোসেন (৩৮) ও ড্রাইভার মন্টু শেখ (৫৫)।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস.আই শাহাদত হোসেন ড্রাইভার ও সুপারভাইজারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সোহাগ পরিবহনের পিছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দিয়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রাস্তার পার্শ্ববর্তী গাছের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় বাসের ড্রাইভার ও সুপারভাইজার সহ ১২জন আহত হন।

আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার সুব্রত সাহা বাসের ড্রাইভার মন্টু শেখও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ড্রাইভার ও সুপার বাজারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৫)