মেসির অটোগ্রাফ চাওয়ায় বিপাকে রেফারি
স্পোর্টস ডেস্ক : পিএসজি ছেড়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশ্বসেরা এই তারকা ফুটবলারকে একনজর দেখতে স্টেডিয়ামগুলোতে থাকে উপচে পড়া ভিড়। এ ছাড়াও মেসির একটা অটোগ্রাফ পেতে অপেক্ষায় তার ভক্তরা। এবার মেসির অটোগ্রাফ চাওয়ায় বিপাকে পড়েছেন রেফারি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কানসাস সিটির চিল্ড্রেন’স মার্সি পার্কে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছিল ইন্টার মায়ামি।
এদিন ম্যাচ শেষে মেসির দিকে এগিয়ে যান রেফারি মার্কো আন্তোনিও ওরটিজ নাভা। দেখে মনে হয়েছিল, ম্যাচের স্মারক হিসেবে তিনি আর্জেন্টাইনের জার্সি চাচ্ছেন।
কিন্তু পরে জানা গেছে, নাভা আসলে তার পরিবারের এক সদস্যের জন্য অটোগ্রাফ চেয়েছিলেন। আর এটি কনকাকাফ অফিসিয়ালদের আচরণবিধি লংঘনের পর্যায়ে পড়ে।
স্পোর্টিং কানসাস সিটি কনকাকাফ ও এমএলএসকে ঘটনা সম্পর্কে অবগত করে। তারপরই তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং শাস্তিও দেওয়া হয়েছে। তবে কী শাস্তি পেয়েছেন নাভা, তা গোপন রাখা হয়েছে।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৫)