সালথা প্রতিনিধি : প্রতিবন্ধী সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন "আলোর পথে ফরিদপুর" এর উদ্যেগে অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এতিম যুবতী আঞ্জুরা আক্তারের বিয়ে সম্পন্ন করা হযেছে। 

আলোর পথে ফরিদপুর ও গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে আজ শুক্রবার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে বর ও কনের পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই বিবাহ সম্পন্ন হয়।

এসময় বর মোঃ সুমন এর সাথে কনে আঞ্জুরা বিয়ের পিড়ীতে বসে। উভয় পরিবারের লোকজন আনন্দ সাথে খাওয়া-দাওয়ার পর কনেকে নিয়ে চলে যান বরের পরিবার।

বর মোঃ সুমন (২৪) একজন এতিম ছেলে। বাবা-মা কেউ নেই। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকায় বসবাস করেন। সেখানেই সুমন ব্যবসা করেন।

কনে আঞ্জরা আক্তার (১৮) সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামের আমজেদ শেখের মেয়ে। শিশু বেলায় বাবাকে হারান আঞ্জুরা।

আলোর পথে ফরিদপুর সংগঠনের কোষাধক্ষ্য মহুয়া ইসলাম বলেন, প্রতিবন্ধীদের নিয়েই আমাদের কাজ। আজকে যার (আঞ্জরা) বিবাহ হলো, তাকে ৮ বছর বয়সের সময় থেকে আমরা লালন-পালন করি। আঞ্জুরা আক্তার একজন বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে। আমাদের সেবা-যত্নে এখন সে আগের চেয়ে কিছুটা সুস্থ আছে। তার বয়সও ১৮ হয়ে গেছে, তাই আমরা সবার সহযোগিতায় আঞ্জুরার বিবাহ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করলাম। ওদের দাম্পত্ত্য জীবনে সুখ শান্তি কামনা করছি।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৫)