প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরে নগরকান্দায় নানা আয়োজনে মধ্যে দিয়ে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখাতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি।

'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শনিবার ২১ (ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

পুষ্প অর্পনে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা থানা পুলিশ, নগরকান্দা পৌরসভা, নগরকান্দা উপজেলা বিএনপি অংগ সংগঠন, সরকারি নগরকান্দা কলেজ, সরকারি এম এন একাডেমী, শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,গন অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,ইসলামী আদর্শ শিশু শিক্ষালয় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা (সার্কেল) আসাদুজ্জামান সাকিল, থানা অফিসার ইনচার্জ সফর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আছাদ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈমুর রহমান মাসুদ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৫)