রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে দিগন্ত পরিবহন দুর্ঘটনায় আহত ১৩ জনের মধ্যে মারাত্মক জখম হেলপার শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত কিশোরগঞ্জ জেলার ইটনাম থানাধীন মাওয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক হেলপার শাহাদাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে আশা সমিতির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারায় হেলপার শাহাদাত হোসেনসহ ১৩ জন জখম হয়। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৫)