রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে (এএম) দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উন্মোচিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা।

আজ বৃহস্পতিবার সকালে কলেজপ্রাঙ্গণে এ পিঠা উৎসব উদ্বোধন এবং দেয়ালিকা উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।

উদ্বোধনের পর পিঠা প্রদর্শন ও বিক্রির জন্য স্থাপিত কলেজের বিভিন্ন বিভাগ ও ছাত্রী নিবাসের ১৭টি স্টল পরিদর্শন করেন অধ্যক্ষ। একই সঙ্গে দেয়ালিকাগুলোর পাঠ উন্মোচন করা হয়। এ সময় অধ্যক্ষের সঙ্গে ছিলেন শিক্ষক সম্পাদক রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জান, অধ্যাপক একেএম ফজলুল হক, অধ্যাপক আব্দুল হাই আলহাদী, সহযোগী অধ্যাপক সাকিলা শিরিন, সহযোগী অধ্যাপক শাকের চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

স্টলগুলোতে কলেজ শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারি রঙের এবং হারিয়ে যেতে বসা নানা রকম পিঠা স্থান পেয়েছে। পিঠা উৎসবে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতি দেখা গেছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৫)