মাদারীপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ্ আলীর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ জন্য বাড়ির পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করেন। বুধবার বিকেলে ওই মেশিনে ১৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাথর উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে শাহ আলী পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভীড় করে। এই খবর পেয়ে পুলিশ রাতে মূর্তিটি উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৫)