শাহ্ আলম শাহী, দিনাজপুর : অনুষ্ঠিত হলো উত্তরের ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৪২ তম সাধারণ সভা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী প্রেসক্লাবের মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু।

বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়।

পরে ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া উল্লেখিত সময়ের মধ্যে যে সমস্ত সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতিচারণ ও যারা অসুস্থ রয়েছেন তাদের রোগ মুক্তির জন্য সৃষ্টি কর্তার নিকট দোয়া প্রার্থনা করা হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, দৈনিক পল্লী বার্তার সম্পাদক হেলাল শিকদার, জনকন্ঠের স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান শিলু,চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীসহ অন্যরা।

এ সময় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল গেল ২৮ এপ্রিল ২০২৪ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত প্রেসক্লাবের আয় ও ব্যয় এর তথ্য তুলে ধরেন।

এ সময়ে আয়ের খাতে পূর্বের ব্যাংক স্থিতি উল্লেখ করা হয় ২৫৩৮৭ টাকা, অনুদান বাবদ ২ লক্ষ টাকা , সংবাদ সম্মেলন বাবদ ৬৮ হাজার টাকা, পুরাতন পত্রিকা বিক্রি ৩২৫০ টাকা, মিলনায়তন ভাড়া ৯১ হাজার সাতশো টাকা, ব্যক্তিগত অনুদান ৯০ হাজার টাকা, সদস্যের চাদা ১৫৮৪০ টাকা, ব্যাংক মুনাফা ২৬৫ টাকা সহ সর্বমোট চার লক্ষ ৯৪ হাজার ৪৪২ টাকা আয় দেখানো হয়। বিপরীতে কর্মচারীদের বেতন বাবদ প্রদান এক লক্ষ ৯৮ হাজার টাকা, বিদ্যুৎ বিল ৮৯ হাজার ৯৬৭ টাকা, স্টেশনারি ও মালামাল ক্রয় বাবদ ৬৫০০ টাকা, বিভিন্ন দিবস উদযাপন যাবত ব্যয় ৩৫০০ টাকা, ব্যানার ফটোকপি তৈরি বাবদ ২৭০০ টাকা, পৌর পরিশোধ ১১৬৫৬ টাকা, আপ্যায়ন বাবদ ৭৫০০ টাকা, অতিথি আপ্যায়ন বাবদ ৬৫০০ টাকা, প্রেসক্লাবের উন্নয়ন ও সংস্কার বাবদ ৩৩ হাজার ৮৩৫ টাকা, স্ট্যাম্প মাস্টার রোল ক্রয় বাবদ সাতাশ শত টাকা , আই পি এস ক্রয় ও মেরামত বাবদ ৯৮২০ টাকা, সিসিটিভি ক্যামেরা ক্রয় ও মেরামত বাবদ ৮৯৯০ টাকা, যাতায়াত বাবদ ৩১২৫ টাকা, সাধারণ সভা ১৪৩১ বাবদ ৯০ হাজার টাকা, পানির বিল ২৪২৫ টাকা, অডিট বাবদ ২০০০ টাকা, সাধারণ সভার রিপোর্ট তৈরিতে ব্যয় তিন হাজার এবং ব্যাঙ্ক ডিউটি ট্যাক্স ও চার্জ ৩৬৩ টাকা সহ সর্বমোট ৪ লক্ষ ৮২ হাজার ৫৭১ টাকা খরচ দেখানো হয়। এছাড়া হাতে মজুদ দেখানো হয়েছে ১১৯৭১ টাকা। এছাড়াও মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের বিভিন্ন পরামর্শ ও সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

(এসএএস/এএস/২০ ফেব্রুয়ারি, ২০২৫)