মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ১৯ জন পরিচালকের মধ্য থেকে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (২০২৫-২৭) কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সিনিয়র সহ সভাপতি হিসেবে মো. মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি হিসেবে মোহাম্মদ আবু জাফরকে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স বেয়ারার (২০২৫-২৭) নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর কুমার সাহা।

উলেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচন বোর্ডের সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব হাবিবুর রহমান জানান। তিনি এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের ১৯ জন পরিচালকের নাম ঘোষণা করেন। ওই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন যারা : মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।

এসোসিয়েট গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা : মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক এবং ট্রেড গ্রুপে- শ্রী বিকাশ চন্দ্র সাহা।

(এমএস/এএস/১৯ ফেব্রুয়ারি, ২০২৫)