আবু নাসের হুসাইন, সালথা : পেঁয়াজ চাষে ভীড়ে হারিয়ে যাচ্ছে ফরিদপুরের সালথা উপজেলা গম চাষ। গম চাষে লাভ কম হওয়ায় কৃষকরা ঝুঁকরছেন পেঁয়াজ চাষে। সোনালী এই ফসল চাষ আজ চোখে পড়ে কম। এবছর যতটুকু গম চাষ হয়েছে, তাতে ফলন ভালো হবে বলে আশা কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এক সময়ে উপজেলার মোট ফসলী জমির ৩৫শতাংশ জমিতে গমের চাষ হতো। এবছর মোট ফসলী জমির ৪শতাংশ ক্ষেতে গমের চাষ হয়েছে। বর্তমানে সবুজ রংয়ে গমের শীষ বাতাসে দোল খাচ্ছে। মাসখানিক পরেই গম কাটা শুরু হবে।

যদুনন্দী গ্রামের কৃষক মজিবুর রহমান মোল্যা ও যগন্নাথদি গ্রামে উজ্জল শেখ জানান, এক সময়ে এই সৃজনে জমিতে গম, মুসুরী চাষ ছিলো মাঠজুড়ে। পেঁয়াজ চাষ তেমন ছিলো না। পেঁয়াজ উৎপাদণে খরচ বেশি হলেও অন্যন্য ফসলের চেয়ে লাভজনক বেশি। তাই গম ও মুসুরী চাষ বাদ দিয়ে ৩/৪ বছর ধরে পেঁয়াজ চাষ করছেন তারা।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর উপজেলায় মোট ৬শ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। গম চাষ কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, একদিকে ইঁদুরের আক্রমণ, ভালো বীজের অভাব থাকার পাশাপাশি পেঁয়াজ চাষে লাভ বেশি হওয়ায় গম চাষ কমে গেছে।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৫)