শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী শরীয়তপুর জেলা কমান্ডেন্ট কার্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমানের সভাপতিত্বে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো.জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন ২৫ মাদারীপুরের পরিচালক মো. আইয়ুব আলী। সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ উপজেলা থেকে ৩০০ আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।
(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)