গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত `বিনাসরিষা-১১’ এর সাথে বারি সরিষা-১৪ জাতের  প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ণ ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা গ্রামে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।

বিনার মহা-পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ ভাচ্যুয়ালি প্লাটফর্মে যুক্ত হয়ে এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের পিডি ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রাধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

বিনা গোপালগঞ্জ উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে বিনার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুজ্জামান, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক সাইফুল ইসলাম সিকদার, রফিক সিকদার, কবিবুর শেখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার ২৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

(টিবি/এএস/১৭ ফেব্রুয়ারি, ২০২৫)