রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ‌বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি ‌ফরিদপুর জেলা বিএনপি'র গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রবিবার ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহরের কাঠপট্টি বিএনপি'র দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠেয় সভাটিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইসা।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা আগামী ২০ তারিখে অনুষ্ঠিতব্য জনসমাবেশ সম্পর্কে বিশদ আলোচনা করে সমাবেশটি সফল করতে ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

(আরআর/এএস/১৭ ফেব্রুয়ারি, ২০২৫)