ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগের ২ কর্মীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাকে আটক করার পর দুপুরের পর পাবনা আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার ইন অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদী পৌরসভা ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে পৌর যুবলীগের সক্রিয় কর্মী জুবায়ের আহমেদ (৩০) গ্রেফতার হয়েছে। সে পূর্ব নূরমহল্লা এলাকা আব্দুল করিমের ছেলে।

ওসি শহীদ জানান, থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

(এসকেকে/এএস/১৬ ফেব্রুয়ারি, ২০২৫)