স্টাফ রিপোর্টার : একুশে বইমেলায় রহিম আব্দুর রহিম রচিত 'দেখা শোনা জানা কথা' বইটি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অভিযান।

বিশিষ্ট নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিমের বিভিন্ন ফিচারধর্মী প্রতিবেদন, গবেষণামূলক প্রবন্ধ এবং মুক্তিযুদ্ধকালীন শহিদদের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি কথাও বইটিতে জায়গা পেয়েছে। রয়েছে জনশ্রুতির সৃষ্টি, গাঁও গেরামের ইতিহাস। স্থান পেয়েছে করোনাকালের আলেখ্য এবং পর্যটকদের জন্য সৌন্দর্যের টুকিটাকি। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। লেখক বইটি তাঁর বন্ধু এ টি এম নুরুল আলম মনা এবং প্রয়াত বন্ধু নাজনীন আক্তার লীনাকে উৎসর্গ করেছেন। সহজ সরল বাক্য বিন্যাসে প্রকাশিত বইয়ের নির্ধারিত মূল্য ৫৫০ টাকা। দেশের যে কোন জায়গার পাঠকরা লেখক এর সেলফোন ০১৭১৫-২৫৪০৬৬ অথবা ০১৮২২-০০২২৫২ -যোগাযোগ করে ডাক যোগেেও বইটি সংগ্রহ করতে পারবেন।

(আর/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)