দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মারুফের মতবিনিময়

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ। আজ রবিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়েবিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ বলেন, আমি জনগণের নিরাপত্তা দিতে এখানে এসেছি। কারণ জনগণের নিরাপত্তা দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব। কেউ যেন কারো নিরাপত্তার ব্যঘাত না ঘটায়। কেউ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো ও তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি যে কেউ হোক। কোন ক্রিমিনাল যেন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশা করি আপনারা জনগণের পক্ষে থাকবেন ও জনগণের হয়ে কাজ করবেন। সব শেষে ডেভিলদের অতিদ্রুত মানুষ হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ।
মতবিনিময় সভায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, ডিআই-১ মোঃ লিয়াকত আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্যামরা পার্সনরা এসময় উপস্থিত ছিলেন।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)