ধামরাইয়ে বিএনপির কর্মী সভা
‘৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন’

দীপক চন্দ্র পাল, ধামরাই : সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
আজ শনিবার ঢাকার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ইয়াছিন ফেরদৌস মুরাদ আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোন রাজনৈতিক বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ জলিল, সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুব, সাবেক সহ-সভাপতি আনছার আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, ঢাকা জেলা মহিলাদলের আহবায়ক সাবিনা ইয়াসমিন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আসিফুর রহমান খান মিলন, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল খান প্রমূখ।
(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৫)