শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুটির মা, খালা ও ইজিবাইকের চালক। অন্যদিকে পৃথক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল পূর্ব সা‌দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, দিনাজপুর সদর উপজেলার রামনগর হীরাহার গ্রামের শরীফুল ইসলামরে স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার নাতনি হুমায়রা (২ মাস)।

অন্যদিকে বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবির ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল কিশোর সিমায়কে (১৩) ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়লে একটি ট্রাক তাকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। সিমায় ফুলবাড়ী উপজেলার পলিশিব নগর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিব্বুল পৃথক ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নানি ও নাতনি নিহতদের স্বজন জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে রামডুবি এলাকা থেকে নার্গিস বেগম তার নাতনিকে নিয়ে অটোরিকশায় করে শহরের রামনগর হিরাহার বাসায় যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইল মোড়ে একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তারা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিস বেগম ও হুমায়রাকে মৃত ঘোষণা করেন। শিশু হুমায়রার মা হাসপাতালে চিকিৎসাধীন।

(এসএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)