ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম এবং যুগ্ম- আহবায়ক মোতাহের হোসেন তালুকদার উপজেলা বিএনপির ১০১ সদস্য ও পৌর বিএনপির ৮৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।
উপজেলা কমিটিতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু কে সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনিকে সদস্য সচিব করা হয়।
অন্যদিকে পৌর কমিটিতে সাইদুল হককে আহবায়ক ও নুরে আলম জিকুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি প্রকাশিত হওয়ার পর থেকে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নবগঠিত কমিটির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।
(এন/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)