মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় গান আবৃত্তি ও মুড়ি মুড়কিতে বরণ করে নেয়া হলো বসন্তকে। আজ শুক্রবার পহেলা ফাল্গুন মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি এ আয়োজন করে।

সকালে মাগুরা এমআর রোডে অবস্থিত কণ্ঠবীথির কার্যালয়ে বর্ণিল সাজে আয়োজন করা হয় বসন্ত বরণ উৎসবের। বাসন্তী রঙে নিজেকে রাঙিয়ে উপস্থিত হয় তরুণ-তরুণীরা। আহা আজি এ বসন্তে গানটির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে গান আবৃত্তি ও কথনের মাধ্যমে চলতে থাকে অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সংগীত সসম্মিলন পরিষদের সদস্যবৃন্দ। আবৃত্তি পরিবেশন করে কন্ঠবীথির সদস্যরা। আলোচনায় অংশ নেয় সাংবাদিক রকিবুল হক, অধ্যাপক মাজহারুল হক লিপু, এডভোকেট মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য মুড়ি, মোয়া, কদমা, বাতাসা দিয়ে অভ্যাগত সকলকে আপ্যায়ন করানো হয়।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)