কাপাসিয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের ঐতিহ্যবাহী ‘কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গতকাল দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেকের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা।
বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পরিচালনা কমিটির সভাপতি ও গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, প্রাক্তন শিক্ষক রেবা রাণী, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের ক্রীড়া পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় একই ক্যাম্পাসে অবস্থিত হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করেন।
(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)