নান্দাইল সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ নান্দাইল উপজেলা সাবরেজিস্টার অফিসের দলিললেখক সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। গতকাল বৃ্হস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও বিরোধী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়।
মোট ১৭ টি পদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এনামুল হক ফকির এই ঘোষনা পাঠ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন নান্দাইল সাবরেজিস্টার মোঃআব্দুস সামাদ আজাদ।
নির্বাচন পরিচালনায় যুগ্ম কমিশনার ছিলেন, আজহারুল ইসলাম, খাদেমুল ইসলাম, মাহতাব উদ্দীন, আবু সাদেক। পবিত্র কোরান তেলোয়াত করেন মাওলানা ইমাম হোসেন। ৩২ এর নির্বাচন সংক্রান্ত উপবিধি ১ দলিল লেখক সমিতির গঠনতন্ত্র মোতাবেক বিধি উপবিধি ১ এর ৭/১১ মোতাবেক সকল আইন কানুন কমিশন মান্য করিবে।
বিকাল ১৭০০ ঘটিকায় নান্দাইলে সাবরেজিষ্টার মোঃ আব্দুস ছামাদ আজাদের উপস্তিতিতে নির্বাচন কমিশন এই দ্বিবার্ষিকী কমিটির নাম ঘোষণা করেন।
সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন (২ বার) সিনিয়র সহ সভাপতি মোঃআবুল হাসেম, সহ সভাপতি হারুন অর রশিদ, সহ সভাপতি ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (২ বার), মোট ৩ জন, সাংগঠনিক সম্পাদক বিজন কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ হাবিবুজ্জামান, সাহিত্য হুমায়ুন কবীর, ক্রীড়া আসাদুজ্জামান, কার্যকরী সদস্য ১/ আব্দুর রশিদ, ২/ আহমেদ আলী, ৩/ শহীদুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃখোরশেদ আলম, এনামুল হক ফকির, আজহারুল ইসলাম ও আবু মুছা। সাবরেজিষ্টার আব্দুস ছামাদ আজাদ নির্বাচিত দলিল লেখক সমিতির সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ন্যায় ও নিষ্টার সহিত দায়িত্ব পালনের শবান জানিয়ে নির্বাচন ঘোষণাস্থল ত্যাগ ও সমাপ্তি করেন।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)