রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় পিতা ও দাদী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারে নাই।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত ফরিদ ভূঁইয়া (৪৫) মৌলভী ধানাইড় গ্রামের মৃত গঞ্জের ভূঁইয়ার ছেলে এবং মৃত গঞ্জের ভূঁইয়ার স্ত্রী ডালিয়া বেগম (৬৫)।তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার চাচই গ্রামের শুকুর শেখ ওরফে জুয়েলের ছেলে নাহিদ শেখ দীর্ঘদিন ধরে ফরিদ ভূঁইয়ার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোন সুরাহা হয় নাই।

এর জের ধরে বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাহিদ শেখ ও তার সহযোগী ১০/১২ জন দূর্বৃত্ত রামদা ও লাঠিসোঁটা নিয়ে ফরিদ ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ফরিদ ভূঁইয়া ও তার বৃদ্ধা মা ডালিয়া বেগমকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ফরিদ ভূঁইয়া শুক্রবার সকালে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায় নাই।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এএস/১৪ ফেব্রুয়ারি, ২০২৫)