গৌরনদীতে জব্দ ১০ মন জাটকা এতিমখানায় বিতরণ
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ১০ মন জাটকা (ইলিশের পোনা) জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে মহাসড়কের মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, জাটকা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিাবগত রাতে থানা পুলিশের সহায়তায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী মেঘনা ও আলম পরিবহনসহ মোট পাঁচটি যাত্রীবাহি বাসে অভিযান চালানো হয়।
এসময় বাসের মালামাল রাখার বক্সে তল্লাশী চালিয়ে প্রায় ১০ মন জাটকা (ইলিশের পোনা) জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণকালে মডেল থানার উপ-পরিদর্শক জুয়েল হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(টিবি/এএস/১৪ ফেব্রুয়ারি, ২০২৫)