শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে একই  লাইনে দু'ট ট্রেন ঢুকে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে কয়েক হাজার ট্রেন যাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশনের ৪ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হোসেন জানান, পূর্ব থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিলো রামসাগর ট্রেন। সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। চালক আব্দুস সামাদের দক্ষতায় ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর নিয়ন্ত্রনে আসে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সিগন্যাল মাস্টার নুর কুতুব এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

(এসএএস/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)