বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে রমজানে দ্রব্য মূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা টাস্কফোর্স কমিটি ও ক্যাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় এর সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ। সভায় বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান, সিনিয়র মার্কেটিং অফিসার শাহাদাৎ হোসেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, হাজি শরিয়ত উল্লাহ বাজার এর সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি লাবলু খান, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন আজাদ, ক্যাব ফরিদপুর এর সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সাহান, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন, ক্যাব যুব গ্রুপ ফরিদপুর এর আহবায়ক মো: রুবেল নিয়া হৃদয়, সদস্য সচিব সাইমুর রহমান সিয়াম, যুগ্ম সদস্য সচিব তানিয়া আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন " আসন্ন পবিত্র মাহে রমজানের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর উপর গুরুত্ব দেয়া হয়। তারা বলেন নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। এছাড়া খাদ্যদ্রব্যে কোনভাবেই ভেজাল এবং কৃত্রিম রং মেশানো যাবে না। চিনি, ছোলা, খেজুর, কলা, কাঁচামরিচ লেবুর সহ ইফতারের উপকরণ গুলোর দিকে বিশেষ নজর দাবি তুলে ধরা হয়। একই সাথে ‌বাজারে কোন ভাবে যেন কৃত্রিমভাবে সংকট সৃষ্টি না হয় সেদিকে নজর দিতে হবে।

অন্যায় ভাবে কোন ব্যবসায়ী দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এছাড়া ‌ রমজান পরবর্তী সময়েও বাজার মনিটরিং ব্যবস্থা চালু রাখার দাবি করা হয়। ফল পাকাতে কোনভাবেই কার্বাইড ব্যবহার করা যাবে না। বাজারে বর্তমানে ভোজ্য তেলের যে সংকট সৃষ্টি হয়েছে তা সমাধানে দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিতে টিসিবি এবং ও এমএসের দিকেও খেয়াল রাখার দাবি জানান ।

(এসএফএ/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)