ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার আঞ্জুমান মার্কেট সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে ফুলপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান তার লিখিত বক্তব্যে জানান, ফুলপুর উপজেলা বিএনপি ও ফুলপুর পৌর বিএনপির নবগঠিত কমিটির সদস্য অন্তর্ভুক্তিতে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এতে অনেকেই মর্মাহত। এ প্রেক্ষিতে নবগঠিত কমিটির ত্রুটিগুলো যাচাই বাছাই পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শীঘ্রই সমাধান করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবুল, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)