মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ক্ষোভের আগুনে পুড়লো কৃষকের ২ একর ধান, অশ্রসজল চোখে দেখা ছাড়া যেন আর কিছুই করার নেই দুই কৃষকের।

ভুক্তভোগী কৃষক অলি উদ্দিন এবং ইব্রাহিম সর্দার জানান পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের দেয়া লবণে পুড়ে গেছে প্রায় ২ একর জমির ধান। ২/৩ দিন আগে লবণ ছিঁটিয়ে ধানের এমন ক্ষতি করেছে বলে দাবী কৃষকের। এ ঘটনায় ২ কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন কৃষকরা।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ফসলী ধান খেত পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ এবং ইউনিয়ন কৃষি মাঠ কর্মকর্তা মদিনুল ইসলাম। ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে।

পরিদর্শন শেষে ইউনিয়ন কর্মকর্তা মদিনুল ইসলাম বলেন, ধানে প্রচুর পরিমাণে লবণের অস্তিত্ব পাওয়া গেছে, অনেক ধান পুড়ে গেছে বাকি ধান গুলোতে পানি দিয়ে পানি ছেড়ে দিলে আশা করা যায় কিছু ফসল বেঁচে যাবে।

এমন ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিচারের দাবী জানান এলাকাবাসী।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)