ফরিদপুরে একাধিক মামলার আসামি দিদার অস্ত্রসহ গ্রেফতার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মেহেদী হাসান দিদার (২৮)কে অস্ত্র সহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটকের পর থানায় গিয়ে দিদারকে একমাত্র আসামি করে (বুধবার) ভুক্তভোগী ওই তরুণী (২৫) বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান।
জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দিদার এক তরুনীর বাড়ি গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোর করে অস্ত্রের মুখে তরুণীকে বিয়ে করতে হবে মর্মে ৫/৬ জিম্মি করে রাখেন। পরে ভুক্তভোগী অসুস্থতার ভান করে হেল্প লাইন ৯৯৯ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার বর্ননা দেন। পরে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ এসে তাঁকে দিদারের জিম্মিদশা থেকে উদ্ধার করে তাঁকে ঘটনাস্থলেই আটক করে। আটকের পর দিদারকে শরীর তল্লাশি করে তাঁর পরিহিত জিন্স প্যান্টের ডান কোমর থেকে একটি অস্ত্র (বিদেশি পিস্তল) উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, 'একটি মামলার তদন্ত কাজে এক তরুনীকে আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই তাঁর ফরেনসিক রিপোর্টের জন্য। সেখানে তাঁর সঙ্গে অজ্ঞাত এক যুবকের পরিচয় হয়।
ওই যুবক মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাঝ রাতে তরুনীর বাসায় গিয়ে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে উঠিয়ে নেবার চেষ্টা করে বলে মেয়েটি ৯৯৯ এ অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একাধিক মামলার আসামি মেহেদী হাসান দিদারকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হই।'
এসআই ফাহিম আরো জানান, 'এই ঘটনায় ওই তরুনীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। অন্যদিকে বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক আরও একটি মামলা দায়ের করেছে।'
মেহেদী হাসান দিদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের মো. দেলোয়ার মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। এছাড়া, দিদারের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় ৯টি মামলা রেকর্ডভূক্ত আছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
(আরআর/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)