নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন, আহত ২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (৩০) ও সাব্বির হোসেন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। অপরদিকে আছিয়া খানম নামে এক শিশু শিক্ষার্থী মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ফুলশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার সদরের তুলারমাপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে ও সাব্বির হোসেন সদরের চালিতাতলা এলাকার মোশারেফ হোসেনের ছেলে।
আহতরা হলেন -সদর উপজেলার চালিতাতলা এলাকার ইমরুল ও নুরুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নড়াইল থেকে তিন যুবক মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে কালিয়ার দিকে যাচ্ছিলেন ও কালিয়া থেকে এক যুবক মোটর সাইকেলযোগে নড়াইলের দিকে আসার পথে পথিমধ্যে সদর উপজেলার ফুলশ্বর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সেন্টু হাওলাদার ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেলে থাকা তিন যুবক আহত হন। পরে স্থানীয়ররা আহতের উদ্ধার করে সদর হাসপাতলে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে পথিমধ্যে আহত সাব্বির মারা যান।
অপরদিকে মোটরসাইকেলের ধাক্কায় আছিয়া খানম (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সরকেলডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের ফারুক মোল্যার মেয়ে এবং সরকেলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
(আরএম/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)