স্টাফ রিপোর্টার : সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চান বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই। পাশাপাশি দুর্ঘটনা রোধে আমরা যখন সড়কে উঠব, তখন আমাদের লাইসেন্সসহ গাড়ি ঠিক আছে কি না, তা চেক করে উঠব। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে লিফলেট বিতরণ করছে, লিফলেটে যে নিয়মকানুনের কথা বলা হয়েছে, তা মেনে চলার চেষ্টা করব। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারব।

মো. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি আলহাজ মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সহসভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৫)