স্টাফ রিপোর্টার : প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার ভাই কাসেম বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ওই পোস্টে হাসনাত আরও লিখেছেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

বুধবার বেলা ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আই সি ইউ) ১৬ নাম্বার বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. কাসেম খান (২০)।

এর আগে গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মো. কাসেম খান (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। কাসেম গাজীপুরের গাছা থানার দক্ষিণ কমলেশ্বর এলাকার মৃত হাজী জামালের ছেলে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৫)