চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় সীমানা প্রাচীর ভেঙে ফেলে জমি জবরদখলের অপচেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৯টার দিকে।

জমির মালিক এনায়েতুল কবির (দবির) অভিযোগ করেন, দীর্ঘদিন আগে সে শাজাহান আলীর কাছ থেকে জমি কিনে বাড়িঘর নির্মান করে বসবাস করছেন। এরই মধ্যে শাজাহান আলীর ভাতিজা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের তুফানের ছেলে আঃ মমিন বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ২৫/৩০ জন লোক নিয়ে সন্ত্রাসী কায়দায় বাড়ির পাকা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে কলাগাছসহ অন্যান্য ফসল নষ্ট করে জবরদখল করে ঘর তোলার অপচেষ্টা করে। খবর পেয়ে জমির মালিক দবির পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হামলাকারীদের সরিয়ে দেয়।

জানা গেছে, এই জমি নিয়ে দবিরের সাথে আঃ মমিন গং এর বিরোধ চলছে। আঃ মমিন এই জমিতে ওয়ারিশ বলে দাবি করছেন। কিন্তু এনায়েতুল কবির (দবির) জানান,আঃ মমিনের পিতার জমি আগেই বিক্রি করে দিয়েছেন। এখানে তাদের কোন স্বত্ব নেই। এনিয়ে আদালতে মামলা রয়েছে।

এলাকাবাসী জানান, বাড়ির পাকা দেয়াল ভেঙে ফেলে অনেক লোক ভেতরে ঢুকে গাছপালা কেটে ঘর তোলার চেষ্টা করেন। পুলিশ এসে সবাইকে সরিয়ে দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান, জমি দখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৫)