শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুর সদরের দরিদ্র মেধাবী শিক্ষার্থী প্রান্তি বিশ্বাস  ফরিদপুর মেডিকেল কলেজে ও জুবায়ের মানিকগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পর টাকার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার চিন্তায় দিশেহারা হয়ে পড়েন।

এ সংবাদ ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার নিকট পৌঁছালে বুধবার সকালে তিনি জরুরি ভাবে উক্ত ২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থ সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়ান।

আর্থিক সহায়তাপ্রাপ্ত দুই শিক্ষার্থী আমাদের জানান, আমরা এই সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই সহযোগিতার কথা আমরা কোন দিন ভুলব না।

(এফএ/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)