ময়মনসিংহ মহানগর বিএনপির ৩১ দফা উপস্থাপন ও দুস্থ মানুষের জন্য কম্বল বিতরণ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ মহানগর ২ নাম্বার ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সামনে উপস্থাপন এবং শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন ২য় যুগ্ম আহবায়ক, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী। এ দিন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোখলেছুর রহমান বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, শিক্ষক নেতা রোমন সরকার, ময়মনসিংহ মহানগর যুবদলের প্রচার সম্পাদক আদনান কামাল তালুকদার দিপু, মহানগর ছাত্রদলের সহ সম্পাদক শহিদুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট জন ও সাধারণ জনগণ।
প্রধান অতিথি অধ্যাপক শেখ আমজাদ আলী স্যার তাঁর বক্তব্যে বলেন, "বিএনপি সর্বদা দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের জন্য একটি দিকনির্দেশনা, যা দেশের শাসনব্যবস্থাকে আরও সুসংহত করবে।
আজকের এই অনুষ্ঠানে আমরা শুধু ৩১ দফা জনগণের কাছে তুলে ধরছি না, বরং শীতার্ত মানুষের জন্য কিছুটা সহায়তা করারও চেষ্টা করছি। বিএনপি জনগণের দল, এবং ভবিষ্যতে আরও মানুষের জন্য কাজ করে যাবে।"
অনুষ্ঠানে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করা হয়, যাতে জনগণ বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে জানতে পারেন।
এসময় কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ ব্যাপক সাড়া প্রদান করে এবং অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
এভাবে, ময়মনসিংহ মহানগর ২ নাম্বার ওয়ার্ডের এই উদ্যোগ ছিল একটি সফল কর্মসূচি, যা জনগণের প্রতি বিএনপির এবং অধ্যাপক শেখ আমজাদ আলীর অঙ্গীকার ও সহানুভূতির পরিচায়ক হিসেবে দেখা গেল।
(এনআরকে/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)