কারামুক্ত হলেন ঈশ্বরদীর বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শেখ হাসিনার ট্রেনে হামলার ফরমায়েসী রায়ে ফাঁসির দন্ডাদেশ থেকে খালাস প্রাপ্ত হয়ে কারামুক্ত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেতা ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবু্ুবুর রহমান পলাশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করে ঈশ্বরদীর পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। এসময় মাহাবুবুর রহমান পলাশের পরিবার এবং উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
কারামুক্ত হয়ে মাহবুবুর রহমান পলাশ দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরই নির্দেশনায় ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জামিল আক্তার এলাহীসহ আইনজীবী প্যানেল এই মামলায় অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন্য তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। ঈশ্বরদী বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমি কারাগার হতে মুক্ত হলাম ।
দলের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পলাশ আরো বলেন, সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান প্রথম থেকেই এই মামলার দায়িত্ব নিয়ে দেখভাল করেছেন। তাই সকলের উচিত তাঁর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা।
প্রসংগত: গত ৫ ফেব্রুয়ারী ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া বিএনপি’র ৯ জনসহ ৪৭ জনকে খালাসের আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের প্রেক্ষিতে সোমবার ৩ জন পাবনা কারাগার হতে মুক্ত হন। মঙ্গলবার ৫ নেতা রাজশাহী ও পাবনা কারাগার হতে মুক্ত হয়েছেন। আজ বুধবার মাহবুবুর রহমান পলাশ ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার হতে মুক্ত হলেন।
(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)