নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি স্থগিত
![](https://www.u71news.com/article_images/2025/02/12/Screenshot_20250211-210711.jpg)
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই নানা আলোচনা-সমালোচনার পর কমিটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল হাসান বাবুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত কমিটিতে হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক ও শোয়েব মিনাকে সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এদিকে মঙ্গলবার দুপুরে ত্যাগিদের বাদ দিয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয় লোহাগড়াতে। এদিন দুপুরে শহরের সিএন্ডবি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন প্রমুখ।
লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ অভিযোগ করেন, নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির আশীর্বাদে আওয়ামী লীগের বিভিন্ন সাবেক এমপি-মন্ত্রীদের সঙ্গে সখ্যতার জন্য তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিএনপির দলীয়ভাবে নির্বাচন ত্যাগ করলেও তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তাকে জেলা কৃষক দলের আহ্বায়ক করায় আমরা হতাশ।
নড়াইল জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন অভিযোগ করে বলেন, দলের দুর্দিনের নেতা-কর্মীদের বাদ দিয়ে বিগত সময়ে আওয়ামী লীগের সকল মন্ত্রী, এমপিসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতাদের সঙ্গে গভীর সখ্য গড়ে তোলে। বিভিন্ন সময়ে বক্তব্যও দেন সভা সমাবেশে।
(আরএম/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)