ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://www.u71news.com/article_images/2025/02/11/IMG_20250211_160421.jpg)
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার রশিদপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. জিল্লুর রহমান তরফদার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কাবিরুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা পরিদর্শক নাদিহা আক্তার, রিসার্চ কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)