বিকাশ স্বর্নকার, সোনাতলা : শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে লোভ লালসা পরিহার করতে হবে। আপনাদের মনে রাখতে হবে বগুড়া একটি প্রাচীন নগরী এর সুনাম ও ঐতিহ্য দেশব্যাপী তবে আপনাদেরকেই এর ঐতিহ্য রক্ষা করতে হবে। 

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সোনাতলায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হোসনা আফরোজা।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন, সনদপত্র এবং ভাতা প্রদান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোসাদ্দেক হোসেন।

এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের মাঝে ভাতা ও কোর্সের সনদ বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এরপর তিনি সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে মাদ্রাসার শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নেন পরে তিনি শিক্ষদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি সকাল ১১টায় পৌরসভা পরিদর্শন ও এ সময়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান শেষে ১০টি ডাস্টবিন বিতরণ করেন। তিনি সোনাতলা পৌর ভূমি অফিসের মুল ফটক উদ্ভোধন ও ভুমি অফিসের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও তিনি উপজেলায় এডিপি অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, লতিফুল বারী টিম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)