ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বস্ত্র উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন জানান, গ্রেপ্তারের পর র‍্যাব তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করে। পরদিন সোমবার সকালে পুলিশ তাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করে এবং দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রফিকুল ইসলাম লিটন বিগত তিনটি জাতীয় নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তাকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৫)