বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র।
রবিবার দিবাগত রাতে গ্রেফতারকৃত নেতাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফররুল আলম সাহেব, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার, মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, নিশাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শরণখোলা উপজেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, একই উপজেলার মৎস্যজীবী লীগের অর্থ সমআদক রিয়াদুল শরীফ, ফকিরহাট শ্রমিকলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রামপাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা জামান আকুঞ্জি, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম, মোংলার চাঁদপাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ হোসেন, চিতলমারীরর কলাতলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম।
বাগেরহাট জেলাজুড়ে আটককৃতদের মধ্যে মোংলা উপজেলায় ৩ জন, মোরেলগঞ্জে ৪ জন, শরণখোলায় ২ জন, রামপালে ৫ জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন, চিতলমারীতে ৩ জন ও বাগেরহাট সদরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন চকবারা বাজার এলাকা থেকে একটি পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ আব্দুল হাকিম গাজী ও তার ছেলে হাফিজুর রহমান গাজীকে আরো ২জনকে গ্রেফতার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নামে বাগেরহাটে ছাত্রজনতার উপর হামলা, ভাংচুর, গুলিবর্ষণ, বোমা বিষ্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করবে।
(এস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৫)