কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সাথি খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও ব্লেড দিয়ে কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সীমান্তের বিরুদ্ধে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাথি খাতুন একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে এবং করাতকান্দি গ্রামের ইটভাটা শ্রমিক মো. সীমান্তের স্ত্রী।

এই দম্পতির নাহিদ (৬) ও আফসানা (৪ মাস) নামে দুই সন্তান রয়েছে।

নিহতের পরিবারের দাবি,পরকীয়া প্রেমের জেরে স্বামী সীমান্ত তার স্ত্রী সাথি খাতুনকে রাতভর পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছেন তিনি।

পুলিশ ও স্বজনরা জানায়,স্বামী সীমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন এবং এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য পারিবারিকভাবে একাধিক সালিস হলেও সমাধান হয়নি। সাত দিন আগে শ্বশুর মনছুর শেখ ৯০ হাজার টাকা দিয়ে সীমান্তকে পরকীয়া সম্পর্ক ছিন্ন করার অনুরোধ করেন। তবে গতকাল (রবিববার) সীমান্ত তার পরকীয়া প্রেমিকার সঙ্গে ঘোরাঘুরি করায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সীমান্ত লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে সাথি খাতুনকে হত্যা করেন এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যান।

এবিষয়ে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

(এমএজে/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৫)