পঞ্চগড়ে অপরাধ নিবারণকল্পে 'পুলিশ-জনগণ' মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক নিবারণ, নিয়ন্ত্রণ,বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের কৌশল নির্ণয়নে পুলিশ ও জনগণের সমন্বয়ে একমত বিনিময় সভা ৯ ফ্রেবুয়ারি রবিবার পঞ্চগড় বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সদর থানার আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
'তিনি বলেন পুলিশ জনগনের বন্ধু। পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে অপরাধীরা অপরাধ করার সুযোগ পাবে না।' তিনি জনসাধারণকে চোর, মাদক ব্যবসায়ী, জুয়া, বাল্যবিবাহ সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহবান জানান। এছাড়াও যে কোন জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ সেবা গ্রহণের পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড় জেলা বিএনপি আহবায়ক, মোঃ জহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামী আমির, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. মাসুদ পারভেজ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ ফজলে রাব্বী।০৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের বিএনপির সভাপতি, মোঃ রফিকুল ইসলামসহ
স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এআর/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)