একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ব্যাটারী চালিত অটোবাইকের নম্বর প্লেট প্রদানের ফি কমানোর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

আজ রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যাটারী চালিত অটোবাইক চালকরা। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মোঃ মনোয়ার হোসেন, রাকিবুল হাসান, টোকন, কালাম, রফিকুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর থানা এলাকায় ব্যাটারী চালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি। গড়ে প্রতিদিন ৫-৬ শত টাকা আমাদের আয় হয়। ব্যাটারী চালিত অটোবাইকের নম্বর প্লেট প্রদানের জন্য গাড়ী প্রতি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ নির্ধারিত টাকা প্রদান করা আমাদের জন্য কষ্ঠসাধ্য ব্যাপার। আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে নম্বর প্লেট বাবদ ২ হাজার ২ শত টাকা নির্ধারিত হয়েছে। আমরা ফরিদপুরের তুলনায় রাজবাড়ী জেলা ছোট্র জেলা। সে কারণে ২ হাজার টাকার মধ্যে নম্বর প্লেট প্রদান করলে আমরা উপকৃত হবো। এ কারণে ২ হাজার টাকার মধ্যে নম্বর প্লেট প্রদানের দাবী জানান।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)